আদমদীঘিতে কলেজ ছাত্রী অপহরণ, ঘটনার নায়ক গ্রেফতার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৬ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৯
বগুড়ার আদমদীঘিতে এক কলেজ ছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাতনামা আসামী করে গত শুক্রবার রাতে একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার নায়ক শাহিন প্রামানিককে শনিবার দুপুরে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের ডুমরীগ্রামের এস.এম রুবেলের মেয়ে নশরতপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী (১৬) কে প্রায়ই কলেজে ও প্রাইভেট পড়তে যাওয়ার সময় উক্তাক্ত করে আসছিল একই উপজেলার মঙ্গলপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে শাহিন প্রামানিক। ঘটনাটি পরিবারকে জানালে অপহরণকারীরা ক্ষিপ্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর বিকেলে শিহারী গ্রামে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোড় পূর্বক সিএনজি যোগে শাহিন ও তার বন্ধু সোহেল সরদার সহ অজ্ঞাত নামা বেশ কয়েকজন ওই কলেজ ছাত্রীকে অপহরণকারী করে নিয়ে যায়। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা লাভলী বেগম বাদী হয়ে ৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে ঘটনার নায়ক উপজেলার মঙ্গলপুর গ্রামের আতোয়ার প্রামানিকের ছেলে শাহিন প্রাং (২২), তার বন্ধু একই গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে সোহেল সরদার (২২) ও ভোলা প্রামানিকের ছেলে আতোয়ার রহমান (৫০) সহ অজ্ঞাতনামা আরোও দুই তিন জনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। পুলিশ শনিবার দুপুরে ঘটনার মূল নায়ক শাহিন প্রামানিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত