আদমদীঘিতে এ্যাম্পুলসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৪, ১৭:৪৯ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৪:২৬
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২৫ পিস এ্যাম্পুল ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আলাউদ্দিন ওরফে বাপ্পি (২২) নওগাঁ জেলার রাণীনগর উপজেলার নিজামুদ্দিনের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় রহমান ফুডসের সামনে পাকা রাস্তার উপর এক যুবক এ্যাম্পুল বিক্রয় করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে তার কাছে থেকে ২৫ পিস মাদকদ্রব্য এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত