আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১১ মে ২০২২, ১৯:৪৮ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ০৩:৪২

বুধবার বেলা ১২টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলএসডিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। ধান-চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। 

এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এরশাদুল হক টুলু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারন সম্পাদক এস এম জাহিদুর বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সদস্য রোকনুজ্জামান রুকু, আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, সান্তাহার সিএসডির ম্যানেজার হারুনুর রশিদ, এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণপদ বর্মন, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, মিল মালিক ফজলুল হক মন্টু প্রমুখ। 

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী জানায়, চলতি মৌসুমে ১৩ হাজার ৯শত ৪০ মেটি: টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এই উপজেলার মোট মিলারের সংখ্যা ১৬৮ টি। আগামী ৩১ আগষ্ট পযর্ন্ত চাল সংগ্রহ অভিযান চলবে। চাল সংগ্রহের প্রথম দিনে সান্তাহারে মিতু চাউল কল চাল প্রদান করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত