আটবাড়ীয়া আশমোতুল্বা দাখিল মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় ও  শিক্ষা উপকরণ বিতরণ

  আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া)

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪১ |  আপডেট  : ২৭ জুলাই ২০২৪, ১১:০৭

সোমবার বগুড়ার গাবতলী সোনারায়ের আটবাড়ীয়া আশমোতুল্বা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা শেষে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অত্র মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সুপার আব্দুল বাছেদ, সোনারায় ইউপি সদস্য জুলফিকার আলী শ্যামল, ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার রহমান, সাবেক সদস্য আব্দুর রাজ্জাক শাহজাহান, বিদায়ী শিক্ষার্থী লাবনী আক্তার। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ইয়াকুব আলী খান, গিয়াস উদ্দিন, অহেদুল ইসলাম, রোকেয়া বেগম, আবু মুসা, আনছার আলী, শাহিনুর আলম, শিক্ষক আব্দুল কাদের, শফিকুল ইসলাম, শিক্ষার্থী শরিফা খাতুন, তাছমিরা খাতুন এবং শিক্ষক-কর্মচারী ও অভিভাবক-বিদায়ী শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ইমরান হোসেন। ২০২৪ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ সাইফুল ইসলাম।

 সোমবার বগুড়ার গাবতলী কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা শেষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অত্র হাইস্কুলের সভাপতি জান্নাতুল আলম রুমেন খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোছাঃ শাহিন আকতার। এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদ হারুন, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, মাইনুর হাসান, শাহিনুর আলম, তপতী রানী, সিনিয়র শিক্ষক আব্দুল বারী, সোহরাব আলী খান ও ইমারুল ইসলাম। ২০২৪ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও সকলের কল্যাণ কামনায় অত্র হাইস্কুলে কোরআন তেলাওয়াত এবং শ্রীমদ ভাগবদ পাঠ করা হয়েছে।

 

ই 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত