আজ সন্ধ্যায় হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১২:১৯ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার আবার হাসপাতালে যাবেন। আজ সন্ধ্যায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

এর আগে গত সোমবার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিছু পরীক্ষার জন্য। সেখানে তাঁর এক্স-রে, ইকো, ইসিজিসহ রক্তের বিভিন্ন পরীক্ষা করা হয়। ওই দিন সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপির নেত্রী।

শায়রুল কবির খান আজ বলেন, বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের পরামর্শ নিয়েই আজ সন্ধ্যায় তাঁকে হাসপাতালে নেওয়া হবে। গত সোমবার বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষা হয়েছিল। আজ সেগুলোর বিষয়ে জানাবেন চিকিৎসকেরা।

বিজ্ঞাপণ

এর আগে অসুস্থ হয়ে টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৪ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া। ১০ জুন গভীর রাতে হৃদ্‌রোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালে এনজিওগ্রাম করে তাঁর হৃদ্‌যন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকেরা তখন তাঁর হৃদ্‌যন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন।

ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন গত সোমবার জানিয়েছিলেন, খালেদা জিয়ার লিভার ও ফুসফুসে সমস্যা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ আরও কিছু সমস্যা রয়েছে। সেগুলোরও তেমন কোনো উন্নতি নেই। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপণ

গত বছরের এপ্রিলে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর জুন পর্যন্ত তাঁকে পাঁচ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত