আজ সকালে মেট্রোরেল চলাচলে বিঘ্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪১ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ১৭:২৬

রাজধানীর মেট্রোরেল চলাচলে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিঘ্ন দেখা দিয়েছে। 

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে ট্রেন চলাচলে সমস্যার কথা জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে’ এ সমস্যার সৃষ্টি হয়েছে।

মতিঝিলমুখী ট্রেনে যাওয়ার জন্য থেকে আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর কাজীপাড়া স্টেশনে যান চাকরিজীবী মাহবুব হোসেন। ট্রেন আসার কথা ৭টা ৫৩ মিনিটে। কিন্তু ওই স্টেশনে কাউকে টিকিট দেওয়া হচ্ছিল না। সেখানে মেট্রোরেলের দায়িত্বরত কর্মীরা বলেন, অন্য কোনো যানবাহন ধরে চলে যান। সমস্যা হচ্ছে ট্রেন চলাচলে। তবে কী ধরনের সমস্যা তা ওই কর্মীরা বলেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোরেলের এক কর্মকর্তা সকাল পৌনে নয়টার দিকে বলেন, সকাল থেকে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়নি । সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে কিছু সমস্যা হয়েছিল। চারটি ট্রেন চলার পর সাময়িকভাবে ট্রেন চলাচলে দেরি হচ্ছিল। এখন ঠিক হয়ে যাবে।

মেট্রোরেলের পরিচালক (অপরারেশন অ্যান্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, কিছু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত