আজিজের ‘ফ্ল্যাট-গাড়ি’ উপহার দেয়া নিয়ে যা বললেন মাহিয়া মাহি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১৯:৩৯ |  আপডেট  : ২ এপ্রিল ২০২৫, ১০:৩৫

ঢালিউড নায়িকা মাহিয়া মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই সিনেমা জগতে নাম লেখান। শুরুর দিকে এই নায়িকার ওপর আস্থা রেখেছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক আবদুল আজিজ। বেশ কয়েকটি সিনেমায় মাহি কাজ করার পর একটা সময় তার সঙ্গে আজিজের প্রেমের গুঞ্জনে জাজের সঙ্গে নায়িকার সম্পর্কে ভাঙন ধরে। 

সংবাদমাধ্যম অনুযায়ী, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আবদুল আজিজ জানান, সিনেমার জগতে মাহিকে নিয়ে আসার পরে তাকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তিনি। সে যখন জাজের সঙ্গে ছিল তখনই এই উপহার দেওয়া হয়েছিল।

এবার বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মাহি। আজিজের উপহার প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘চারটা ছিল! কেন কমিয়ে বলল!’ 

এরপর অভিনেত্রী বলেন, আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদেরকে কখনোই খাটো করে কথা বলতে চাই না। পারবও না। 

সুতরাং ফ্ল্যাট ও গাড়ি— এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব না। আমি জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখব; এটা নিয়ে কোনো কিছু বলব না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত