আচমকা ভেঙ্গে যাচ্ছে বাড়ী! লাগছে আগুন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৪:৫২ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:১১
কোথাও কিছু নেই, আচমকা ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় জ্বলে উঠছে আগুন। আচমকা ভেঙে যাচ্ছে জিনিসপত্র। দরজা বন্ধ থাকলেও এক ঘর থেকে অন্য ঘরে চলে যাচ্ছে জিনিস। এমনই ‘ভূতুড়ে’ কাণ্ডে তোলপাড় খড়দহ থানার সোদপুরের (Sodpur) সুখচর পঞ্চাননতলা এলাকা।
সোদপুরের সুখচর পঞ্চাননতলা এলাকার বাসিন্দা কৃষ্ণা দাস। বিগত ২২ বছর ধরে স্বামী এবং সন্তানকে নিয়ে সেখানে থাকেন তিনি। অভিযোগ, গত পনেরো দিন ধরে তাঁদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে। আচমকা ভেঙে যাচ্ছে জিনিসপত্র। মঙ্গলবার থেকে হঠাৎই বিছানার চাদর, গামছা-সহ বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে বলেও অভিযোগ। কৃষ্ণা দাস জানান, চোখের সামনে কিছু ঘটছে না। তাঁরা যখন ঘুমোচ্ছেন অথবা অন্য ঘরে থাকছেন, তখন এইসব ‘ভূতুড়ে’ কাণ্ড হচ্ছে।
স্থানীয় এক বিজ্ঞানমনস্ক ব্যক্তি জানান, পটাশিয়াম পারমাঙ্গানেটের সঙ্গে গ্লিসারিন দিয়ে আগুন ধরানো যায়। এক্ষেত্রেও তাই হয়ে থাকতে পারে। এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ডা. গৌতম সাহা বলেন, “মানসিক সমস্যা থেকেও অনেকের এই রকম ধারণা হয়। তবে, অবশ্যই প্রথমে বিশেষজ্ঞদের দ্বারা বিষয়টি খতিয়ে দেখা উচিত। প্রশাসনের উচিত দ্রুত বিশেষজ্ঞদের নিয়ে ঘটনার পর্যালোচনা করা।” এ বিষয়ে খড়দহ থানার পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত