আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে সর্তক অবস্থানে রয়েছে -দুদক কমিশনার

  শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৬ |  আপডেট  : ২৭ এপ্রিল ২০২৪, ০০:১০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে সর্তক অবস্থানে রয়েছে দুদক। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদরের পাঁচখোলায় তিন কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট আশ্রায়ন প্রকল্প নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


 
এ সময় দুদক কমিশনার আরও বলেন, সংসদ নির্বাচন আসলে কালো টাকার ছড়াছড়ি এটা পুরনো অভ্যাস। এটা হতে পারে, আবার নাও হতে পারে। দেশের অতীত সংস্কৃতি থেকে কিছুটা অনুমান করা যেতে পারে। তবে দুর্নীতি দমন কমিশন এসব দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার। নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে। দুদক কমিশনের আইনে যে ক্ষমতা দুদককে দেয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে। দলমত নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে যে কার্যবিধি তা প্রতিফলন করা হবে। কালো টাকা যাদের কাছে রয়েছে, দুদকের কাছে এমন কোন খসড়া নেই উল্লেখ করে ড. মোজ্জামেল হক খান বলেন, যারা বা যে দল নালিশ করার জন্য তৈরি, তারা কালো টাকাধারীদের খসড়া তৈরি করে দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, উপ-প্রকল্প পরিচালক কামরুল আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন, জেলা ও ত্রাণ পুর্ণবাসন কর্মকর্তা লিয়াকত হোসেন, পাঁচখোলা মুক্তিসেনা উচ্চ বিদ্যালয় (কলেজের) সভাপতি আব্দুল হক, অধ্যক্ষ আব্দুল হালিমসহ অনেকেই।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত