আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেছেন ওবায়দুল কাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:২৫ |  আপডেট  : ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:১৪

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে এই কর্মসূচি উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, রেলে যারা আগুন দিয়ে চারটি প্রাণ খুন করেছে, তাদের ক্ষমা নেই।

এর আগে দুপুর ১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আলম আরা মিনুসহ জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশ করেন।

এ সময় মঞ্চে রয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদসহ সংস্কৃতিকর্মীরা, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতারা।

আজ ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন। বেলা আড়াইটায় শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ ও সায়েন্সল্যাব দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে ১৯টি শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৭ ডিসেম্বর) শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে বিজয় শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা দলটিকে এই কর্মসূচি পালনের অনুমতি দেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত