অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১৯:২৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৯
বগুড়ার আদমদীঘিতে অস্ত্র মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশরাফুল ইসলাম(৪০)কে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা সান্তাহার হার্ভে স্কুলের মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম সান্তাহার সাঁতাহার এলাকার বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানান, অস্ত্র আইনে মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা আসামী আশরাফুল ইসলাম পালিয়ে ছিলেন। তিনি এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক আজিমুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামী আশরাফুল ইসলামকে বুধবার বিকেলে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত