অস্ত্র ক্রয়ের চুক্তির সঙ্গে ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনে ভারত
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৯:৫০ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৯
হিন্দু জাতীয়তাবাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েরায়েল থেকে বিতর্কিত প্রযুক্তি স্পাইওয়্যার ক্রয় করেছেন। ২০১৭ সালে ইসরায়েল থেকে অস্ত্র ক্রয়ের চুক্তির সময় তিনি এ প্রযুক্তি ক্রয় করেন। নিউইয়র্ক টাইমসের এ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আলজাজিরা।
তবে ইসরায়েল থেকে স্পাইওয়্যার কেনার কথা অস্বীকার করেছে নরেন্দ্র মোদি সরকার। মূলত এই স্পাইওয়ার মানবাধিকারকর্মী, প্রতিপক্ষ রাজনৈতিক ব্যক্তি এবং সাংবাদিকদসহ বহু মানুষের ফোনে আড়ি পাতার কাছে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারত-ইসরায়েলের মধ্যে মোট ২০০ কোটি ডলারের ওই চুক্তির মধ্যে পেগাসাস ছাড়াও ছিল অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সংস্থা এনএসও এক দশক ধরে ওই প্রযুক্তি বিভিন্ন দেশের সরকার ও সরকারি সংস্থাকে বিক্রি করে আসছে। ২০১৭ সালে ‘হিন্দু জাতীয়তাবাদের’ জোয়ারে ভেসে প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে যান। সেই সফরে দুই প্রধানমন্ত্রী মোদি ও নেতানিয়াহুকে খালি পায়ে সমুদ্রসৈকতে হাঁটতে দেখা গিয়েছিল। ওই সফরেই চুক্তি সম্পাদিত হয় বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে। ২৮ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনের শিরোনাম ‘দ্য ব্যাটল ফর দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাউয়ারফুল সাইবারওয়েপন’। লেখক রণেন বার্গম্যান ও মার্ক মাজেট্টি।
পেগাসাস-সংক্রান্ত এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই টুইট করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, মোদি সরকার গণতান্ত্রিক সংস্থা, রাজনৈতিক নেতা ও জনতার ওপর গোয়েন্দাগিরি করতে পেগাসাস কিনেছে। ফোনে আড়ি পেতেছে সরকারপক্ষ, বিরোধীপক্ষ, সেনাবাহিনী, বিচারালয়—সবার ওপর। এটা দেশদ্রোহ। মোদি সরকার দেশদ্রোহ করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত