অসীম উকিল এবং তার সহধর্মিণীর বিরুদ্ধে দুর্নীতির রিট খারিজ 

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১৩:৩৮ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ২১:১৬

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

অসীম কুমার উকিল ও অপু উকিলের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এম কে রহমান।২০২০ সালের মার্চ মাসে এ রিট করা হয়। নেত্রকোনা জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের করা রিট আবেদন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত