অবশেষে প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে পাকিস্তান
প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ১৩:৩৪ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬
অবশেষে নির্বাচিত প্রধানমন্ত্রী পেতে চলেছে পাকিস্তান। রোববার (৩ মার্চ) দেশটির জাতীয় পরিষদে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এতে শরিফ-জারদারি জোট থেকে প্রার্থী হচ্ছেন শাহবাজ শরিফ এবং ইমরান খানের সমর্থকদের মধ্যে প্রার্থী হচ্ছেন ওমর আইয়ুব খান।
রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সদস্যরা পৌঁছাতে দেরি হওয়ায় তাতে কিছুটা বিলম্ব হচ্ছে।
এদিন পিএমএলএন-পিপিপির নেতৃত্বে সাত দলীয় জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হবেন শাহবাজ শরিফ। আর তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক স্বৈরশাসক আইয়ুব খানের নাতি ও ইমরান খানের দল পিটিআইয়ের মহাসচিব ওমর আইয়ুব খান। তিনি অবশ্য সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) ব্যানারে প্রার্থী হচ্ছেন। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা এই দলের পতাকাতলে পাকিস্তানের জাতীয় পরিষদে উপস্থিত হবেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত