অবশেষে অবরোধের অবসান ঘটতে চলছে হলিউডে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪০ |  আপডেট  : ১০ এপ্রিল ২০২৫, ০৮:২৯

অবশেষে দীর্ঘ পাঁচ মাস ধরে চলা অবরোধের অবসান ঘটতে চলছে হলিউডে। স্থানীয় সময় বুধবার এই আন্দোলনের ইতি টানা হবে। দ্য রাইটার গিল্ড অব আমেরিকাা (ডব্লিউজিএ) এক বিবৃতিতে জানিয়েছে, সংগঠনের নেতারা এই অবরোধ তুলে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। 

বেতন বাড়ানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষিত ব্যবহারের নিশ্চয়তা দেওয়ার পরই তারা এই আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। একই দাবিতে আন্দোলনে একাত্বতা জানিয়েছিল হলিউডের স্ক্রিন অ্যাক্টর গিল্ড। অভিনেতা অভিনেত্রীদের এই সংগঠন ১৩ জুলাই অবরোধে যোগ দেয়। ফলে হলিউড জুড়ে অচলাবস্থা নেমে আসে। তারাও ভাতা বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষিত ব্যবহারের দাবি তোলে। 

এই অবরোধের ফলে মার্কিন অর্থনীতি ৫০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে মাইকেন ইন্সটিটিউটের অর্থনীতিবিদ কেভিন ক্লোডেন।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত