'চাকরি নিয়ে একদমই উদ্বিগ্ন নই, আমরা ‘বিপজ্জনক’ শ্রীলঙ্কার অপেক্ষায়'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ মে ২০২১, ১০:২৯ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ০৩:১২

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই গুঞ্জন ছিল, খারাপ করলে বরখাস্ত হতে পারেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দল সব মিলিয়ে খারাপ ফল করার পর সেই গুঞ্জন আরও ডানা মেলে। তবে মঙ্গলবার লঙ্কা সফর শেষে দেশে ফিরে ডমিঙ্গো জানালেন, এই নিয়ে একদমই উদ্বিগ্ন নন তিনি।

শ্রীলঙ্কায় গিয়ে দুই টেস্ট সিরিজে বাংলাদেশ হেরেছে ১-০ ব্যবধানে। নিষ্প্রাণ উইকেটে প্রথম টেস্ট ড্র করতে পারলেও পরের টেস্টে হেরেছে ২০৯ রানের বড় ব্যবধানে। সিরিজ শেষ করে মঙ্গলবার বিকেল ৪টায় ভাড়া করা একটি বিমানে দেশে ফেরে বাংলাদেশ দল।

এই হারের পর দলের পরিকল্পনা, একাদশ, অ্যাপ্রোচ নিয়ে উঠে নানান প্রশ্ন। জাতীয় দলের সঙ্গে ডমিঙ্গো অধ্যায়েরও ইতি হয়ে যাচ্ছে কিনা তা নিয়েও চলছে কৌতূহল।

বিমানবন্দরে সাংবাদিকদের কাছে নিজের পদ নিয়ে শঙ্কার কথা একদম উড়িয়ে দেন তিনি,  ‘না আসলে (প্রধান কোচের পদে থাকা নিয়ে উদ্বিগ্ন কিনা)। আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ উপভোগ করছি। জাতীয় দলের সেট আপে আমি উপভোগ করছি। অবশ্যই অনেক কাজ করার আছে। আমার যখন আমরা ভালো করি না তখন ঘরোয়া ক্রিকেটের দিকে তাকানো উচিত। ক্রিকেটাররা কি সুবিধা পায় সেটা দেখা উচিত। অবশ্যই ফলটা ভাল ছিল না। কিন্তু আমি দলের সঙ্গে আছি, আত্মবিশ্বাস আছে সামনে ভাল করার।’আগেও বলেছি, সাকিব ও মোস্তাফিজের মতো অভিজ্ঞরা থাকলে ভালো হয়। আমরা খুব বিপজ্জনক একটি দলের বিপক্ষে খেলব। তাদের হারাতে অবশ্যই ভালো খেলতে হবে।’

শ্রীলঙ্কা সফরকে একদম ব্যর্থতার বলতেও রাজী নন তিনি। জানান এখান থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে, ‘এই সিরিজ থেকে আমাদের অনেক ইতিবাচক নেওয়ার আছে। আমার মনে হয় ছেলেরা প্রথম টেস্টে খুব ভাল খেলেছে। দ্বিতীয় টেস্ট টসটা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের বোলাররা লড়াই করেছে। ফল আমাদের পক্ষে না এলেও ইতিবাচক অনেক কিছু নেওয়ার আছে।’

সামনে ঘরের মাঠে আরও বড় পরীক্ষা বাংলাদেশের এই কোচের। সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঈদের পর আসছে শ্রীলঙ্কা। ডমিঙ্গোর কথা মনে হলো ঘরের মাঠের এই সিরিজটাই ঠিক করে দেবে অনেক কিছু,  ‘দেশের মাঠে সিরিজ হারলে বড় প্রশ্ন দেখা দিবে। কাজেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে নামার আগে ভাল প্রস্তুতি নিতে হবে। অতীত থেকে শিখতে হবে, সামনের দিকে ফোকাস করতে হবে।’

বাংলাদেশ কোচ ফিরেছেন প্রাপ্তি-অপ্রাপ্তি দুটো নিয়েই। তবে এখন থেকেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিয়ে ভাবছেন দক্ষিণ আফ্রিকান এ কোচ। তাঁর মতে, এই শ্রীলঙ্কা ‘বিপজ্জনক’।

আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান হয়তো আগেভাগেই যোগ দিতে পারবেন জাতীয় দলের অনুশীলনে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ সামনে রেখে সাকিব ও মোস্তাফিজের দেশে ফেরার কথা ছিল ১৯ মে। 

কিন্তু তখন ১৪ দিনের কোয়ারেন্টিনে গেলে সিরিজটাই খেলতে পারতেন না তাঁরা। বাংলাদেশ সরকারও সর্বশেষ নির্দেশনায় বলেছে, ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা ব্যক্তিদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। কিন্তু আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় এখন পরিস্থিতি ভিন্ন।

তবে ১৪ দিনের কোয়ারেন্টিন শুরুর ৪–৫ দিন পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে এবং কোনো উপসর্গ না থাকলে অনেক সময় কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেওয়া হয়।

সাকিব, মোস্তাফিজের ক্ষেত্রে নিয়ম একটু শিথিল হবে—এমনটাই আশা করছে বিসিবি। সে ক্ষেত্রে দু–এক দিনের মধ্যে ফিরতে পারলে শ্রীলঙ্কা সিরিজের আগেই কোয়ারেন্টিন শেষ হয়ে যাবে তাঁদের। 

শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট ড্র করে বাংলাদেশ। পরের টেস্টে হেরেছে ২০৯ রানে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত