সিরাজদিখানে প্রাণী সম্পদ মেলা প্রদর্শনীর উদ্বোধন

  লতা মন্ডল-সিরাজদিখান(মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১২:৩২

পশুপ্রাণী পালনে সফলতা বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিপি)এর সহযোগীতায় সিরাজদিখান উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার(১৬ ফেব্রুয়ারী) দুপুর সারে ১২টায় সিরাজদিখান উপজেলা মালখানগর উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রানী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে।  তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব, যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন তারা এগিয়ে আসেন আমি গবাদিপশু পাখি পালনে আপনাদের সহযোগিতা করব। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শবনম সুলতানা, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, মুন্সিগঞ্জ জেলা আওয়ামীরীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সামসুল হক, উপজেলা প্রানী সম্পদ মাঠ সহকারী কর্মকর্তা মোঃ আফজাল হোসেন চাকলাদার, উপজেলা প্রানী সম্পদ মাঠ উপ-সহকারী কর্মকর্তা সমীর চন্দ্র সাহা, ভেটেরিনারি টেকনেশিয়ান মোঃ রতণ খান প্রমুখ। 

উপস্থিত খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোঃ সাজেদ হোসেন। দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৪০টি স্টল অংশ গ্রহণ করেন। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, মহিষ, কবুতর, ছাগল, ভেড়া, কুকুর, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত