নেপালকে হারিয়ে সহজ জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩০ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩৭
মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিনে ম্যাচ হবে ৬টি। এর মধ্যে নেপালের মুখোমুখি হন বাংলাদেশের মেয়েরা। যেখানে আগে ব্যাট করতে নামা নেপালকে জান্নাতুল মাওয়া-নিশিতা আক্তারদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.২ ওভারে ৫২ রানেই আটকে দিল বাংলাদেশের মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু টাইগ্রেস মেয়েদের।
মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে শনিবার টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুতে উইকেট হারিয়ে চাপে পরে নেপাল। সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে লাল-সবুজদের হাতে। নেপালের উইকেট ধসের শুরুটা করেন নিশিতা। ওপেনার সাবিত্রী ধামি বড় শট খেলার চেষ্টা করলেও ফিরতি ক্যাচ নেন ১৬ বর্ষী ডানহাতি।
প্রথম উইকেট হারিয়ে চাপে পড়লে সামাল দেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার সানা প্রভিন। তিনি ধরে খেলার চেষ্টা করলেও অন্য প্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে নেপাল।
উইকেটে আসা যাওয়ার মিছিলে নেপালের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন প্রভিন। এছাড়া ১০ রান আসে সীমানা কেসির ব্যাট থেকে। বাংলাদেশের ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জান্নাতুল। এছাড়া একটি করে উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা,ফাহমিদা ছোঁয়া ও নিশিতা।
ছোট রানের তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১১ রানের মধ্যে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বসে টাইগ্রেস মেয়েরা। এরপর চতুর্থ উইকেটে ধাক্কা সামাল দিয়ে সাদিয়া আক্তার ও সুমাইয়ার ব্যাটে ঘুড়ে দাড়ায়। তবে ২১ রানের জুটি গড়ে সাদিয়া বিদায় নিলে ভাঙে এই জুটি।
তবে এদের জুটিতে জয়ের ভিত পেয়ে গেছে টাইগ্রেস মেয়েরা। শেষ পর্যন্ত ৪০ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত