সবার শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের, দেখে নিন
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৪ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩৭
১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দলের তালিকা পাঠানোর সময় নির্ধারিত ছিল। ওই সময়ের মধ্যে বাকি সাতটি দেশ স্কোয়াড ঘোষণা করলেও, বাকি ছিল কেবল ভারত। সবার শেষে গৌতম গম্ভীর আজ (শনিবার) মেগা টুর্নামেন্টটির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। যেখানে বড় চমক দীর্ঘদিন ভারতীয় দলের নিয়মিত সদস্য মোহাম্মদ সিরাজের বাদ পড়া।
মূলত দলের প্রধান তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ইনজুরিতে থাকায় এত অপেক্ষা ভারতের। এখনও পুরো ফিট না হলেও তাকে নিয়েই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে প্রায় দেড় বছর পর ইংল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে যাওয়া মোহাম্মদ শামিও আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। এ ছাড়া আর্শদ্বীপ সিংকে নিয়ে তিন পেসার নিয়ে গঠিত স্কোয়াডে পেস অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।
কন্ডিশনের কথা বিবেচনায় রেখে মূলত ভারতীয় স্কোয়াড গড়া হয়েছে স্পিন-পেসের ভারসাম্য রেখে। বিশেষজ্ঞ স্পিনার কুলদ্বীপ যাদবের সঙ্গে এই বিভাগে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। ব্যাটিং বিভাগে জায়গা হয়েছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী শুভমান গিল নাকি জয়সওয়াল, সেটি জানতে আরও অপেক্ষা করতে হবে। এ ছাড়া টপ অর্ডারে আছেন বিরাট কোহলি, রিষাভ পান্ত, লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের মতো তারকারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছিল ভারত। যেখানে বুমরাহ বাদে বাকি পেসাররা কাঙ্ক্ষিত সাফল্য আনতে পারেননি। প্রত্যাশা পূরণ করতে না পারায় সিরাজকে নিয়েও সমালোচনা হয়েছিল। ফলে আইসিসির বড় টুর্নামেন্টে তাকে বাইরেই রাখল ভারত। এ ছাড়া নিতীশ কুমার রেড্ডি আলোচনায় থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারও জায়গা হয়নি। ২০২৩ বিশ্বকাপের পর হাঁটুর চোটের কারণে শামি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। সব ঠিক থাকলে বুমরাহ’র সঙ্গে আসন্ন মেগা আসরেও জুটি বাঁধবেন এই ডানহাতি পেসার।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। লাহোর, রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানের তিনটি ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো। তবে ভারতের ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। টুর্নামেন্টটিতে ‘এ’ গ্রুপে তারা রয়েছে চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে। আসরের দ্বিতীয় দিনই (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে রোহিত-কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড :
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিষাভ পান্ত, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত