ডাকাতির ঘটনায় ব্যবহৃত সরঞ্জাম ও লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জে ৭ ডাকাত সদস্য গ্রেপ্তার

  লিটন মাহমুদ

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এছাড়া ওই ঘটনায় লুন্ঠিত ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার।

তিনি জানান, ওই ডাকাতির ঘটনায় আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান সনাক্ত করে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে গত কয়েকদিনে ওই ৭ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ডাকাতির ঘটনা লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা সহ আসামিদের দখল হতে একটি লোহার তৈরি শাবল, তিনটি স্টিলের পাইপ, দুটি চাকু, একটি রেঞ্জ, একটি কাটার, একটি স্ক্রু ড্রাইভার, একটি দরজা ভাঙ্গার লিভার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বরিশাল জেলার মুলাদী থানার কাশিমপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে রুবেল হোসেন(৩৭), ঢাকার দোহার উপজেলার মধুরচর গ্রামের নুর চৌকিদারের ছেলে সালাউদ্দিন চৌকিদার(৩৭), চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর ভূগলাকান্দি গ্রামের মৃত লিটন মোল্লার ছেলে সজীব মিয়া(২৫), ঢাকার দোহার উপজেলার জয় পাড়া এলাকার মজিবুর দেওয়ানের ছেলে মোঃ ফয়সাল (২৭), দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার জানিপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে মিলন (৩৮), রংপুর সদর উপজেলার গঙ্গা দাস ডাবরির পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওবায়দুল হক ওরফে সুমন (২৭) ও ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজার এলাকার মৃত রাধেশ্যাম দাসের ছেলে উজ্জ্বল দাস (৪৮)।

পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত মালামাল ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) মোহাম্মদ বিলাল হোসেন সহ অন্যান্য সহকারি পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ৪ জানুয়ারি দিবাগত রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৬ জানুয়ারি সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত