বাগেরহাটে ২৫ রাউন্ড শট গানের গুলি এবং ০১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার, আটক ২
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:১৪ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩৭
বাগেরহাটের রামপাল উপজেলায় প্রভাব বিস্তারে জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান এর নেতৃত্বে (১৭ জানুয়ারী) শুক্রবার রাতে একদল দুষ্কৃতিকারী বাঁশতলী ইউনিয়ন এর কালীগঞ্জ বাজারে ঘোরাঘুরি করতে থাকলে তাদের প্রতিরোধে এলাকাবাসী এগিয়ে আসে।
এসময়ে আবু সাইদ ও তার সঙ্গীরা ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে রামপাল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রভাববিস্তারকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আঃলীগ নেতা আবু সাইদ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনায় রামপাল থানায় ২১ জনকে আসামি করে আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৭, ধারা ১৪৩,১৪৭, ১৪৮, ৫০৬, ১১৪,৩৪ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ (চ)। মামলাটি করেন, বাঁশতলী গ্রামের মৃত আ. ওয়াদুদের ছেলে এসকে আল মামুন। এ ঘটনায় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।পরে পুলিশ আবু সাইদের মালিকানাধীন রাইস মিল সার্চ করে ২৫ রাউন্ড ১২ বোর শট গানের গুলি এবং ০১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে। এ সময়ে আবু সাইদ পালিয়ে গেলেও তার ছেলে মতলেব হোসেন শিহাব, সহযোগী ইকরামুল হক রাজীবকে আটক করে। পরবর্তীতে আসামি গ্রেফতার, মামলা দায়ের সহ আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এসময়ে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ এর মিডিয়া সেল এর প্রধান সমন্বয়ক ডি আই ও ওয়ান কাজী শাহিদুজ্জামান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত