নানা আয়োজনে পঞ্চগড়ে উদীচীর ৭ম সম্মেলন অনুষ্ঠিত 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২৩:৩৬

নানা আয়োজনে পঞ্চগড়ে উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সংসদের ৭ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। "আমরা তো লড়ছি, সততার মন্ত্রে, থাকবো না কখনোই শত ষড়যন্ত্রে" এই শ্লোগান নিয়ে শনিবার শনিবার দুপুরে সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শেষ হয়। সেখানে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনর উদ্বোধন করেন জেলার প্রান্তিক জনপদের গীতিকার ও বাউল ফকির আইয়ুব আলী। অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি ও গীতিকার প্রবীর সরদার, সহ সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

সম্মেলনের দ্বিতীয় অংশে জেলা সংসদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন, রিপোর্ট পেশ করেন জেলা সংসদের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। কাউন্সিলররা আলোচনায় অংশ নেয়। এ উপলক্ষ্যে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী অবিনাশ বাউল ও জেলা উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত