সিরাজদিখানে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:২০ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫০
সিরাজদিখান সন্তোষপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা পালিত হয়েছে । সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতীর পূজা হয়। আজ শনিবার (০৫ ফেব্রুয়ারী) সারা দেশসহ সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে,বাড়িতে ক্লাবে, সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
হিন্দুশাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণা হাতে সরস্বতী পৃথিবীতে আসেন। পাড়ায় পাড়ায় পূজামন্ডপগুলো দেবীর পাদপদ্মে অঞ্জলি দেয় ভক্তরা। এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয় অনেক জায়গায়। সন্তোষপাড়া রতণ স্যারের বাড়ি, কে.বি. ডিগ্রী কলেজ, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান সাথী সমাজকল্যান সংস্থা, ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে সরস্বতী পূজা। পূজা প্রসঙ্গে নিজের অভিব্যাক্তি জানিয়েছেন কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য ও পূজা কমিটির সদস্য।
পূজা প্রসঙ্গে সিরাজদিখান পূজা কমিটির সভাপতি গোবিন্দ দাস পোদ্দার বলেন, পূজায় নানা ধরণের মানুষ আসলেও ছাত্র-ছাত্রী, বয়স্কদের সংখ্যাই বেশি। সিরাজদিখান সাথী সমাজ কল্যান সংস্থার সভাপতি সাংবাদিক সুব্রত দাস রনক বলেন, শিক্ষার্থীদের জ্ঞানের আলো বিকশিত করার জন্যই এই পূজা। এ পূজার মধ্যে দিয়ে মা সকলকে জ্ঞান দান করে যান।
রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বলেন, সকাল থেকে স্কুল প্রাঙ্গনে এ পূজার কাজ শুরু হয়েছে। স্কুলের নিজস্ব শিক্ষক দিয়েই পূজার কাজ সমপূর্ণ করা হয়েছে। সকল ধর্মাঅবলম্বিদের স্বাগতম ও শুভেচ্ছা জানানো হয়েছে পূজায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত