শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতি অক্সিজেন ব্যাংক প্রকল্পের সভা অনুষ্ঠিত

  শরিফুল খান প্লাবন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২১ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির অক্সিজেন ব্যাংক প্রকল্পের কমিটির আহবায়ক মোঃ শাহে আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় অক্সিজেন ব্যাংক প্রকল্পের আপডেট কার্যক্রম সহ আর্থিক বিষয় এবং পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন তিন উপদেষ্টা এসএমএ খালেক, মুহম্মদ জাহাঙ্গীর খান, আব্দুল লতিফ মিয়া।

 সমন্বয়কারী শামসুল আলম খসরু, ডন তালুকদার, রুহুল আমিন, মুস্তাকিম হক,ওয়ায়েস ইসলাম শামিম, রাজিব পাল, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল, রফিকুল ইসলাম শাহজাহান প্রমুখ।

 উল্লেখ্য শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতি মহামারি করোনা মোকাবেলায় ২০২১ সালের আগস্ট মাসে এই ব্যতিক্রম কর্মসূচির উদ্যোগ নিয়েছিল। এই কর্মসূচির আওতায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা হয়। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমিতির পক্ষ থেকে একটি সাব কমিটি করা হয়। নাম করণ করা হয় “শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতি অক্সিজেন ব্যাংক”। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত