শ্রীনগরে খতমে বুখারী অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫২ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে খতমে বুখারী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসাড়া ইউনিয়নের জামিয়া ইসলামিয়া হাসাড়া মাহমুদা খাতুন মহিলা মাদরাসার ১২ তম খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি মধুপুরী পীর আল্লামা আব্দুল হামীদ সমাপনি দারস শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শীঘ্রই সকল কারাবন্দি উলামায়ে কেরামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে । উলামায়ে কেরাম হলো এ জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে এভাবে মাসের পর মাস বন্দি রাখার কোন মানেই হয় না, আমি তাদের দ্রুত মুক্তির দাবী জানাচ্ছি।
তিনি আরো বলেন চলতি মাসের ২৫,২৬ ও ২৭ ফেব্রুয়ারীতে শান্তি প্রিয় ৯২% ভাগ মুসলমানের এই বাংলাদেশে নবুওয়াতের মিথ্যা দাবিদার, ইসলাম বিকৃতিকারী কাদিয়ানীরা পঞ্চগড়ে সালানা (বার্ষিক) জলসার নামে মুসলমানদের ঈমান ধ্বংসের পায়তারা চালাচ্ছে। অতএব তাদের এই জলসা বন্ধ করে মুসলমানদের ঈমান হেফাজতের জন্য সরকারের নিকট জোড় দাবি জানাচ্ছি।
শেষে পীর সাহেব দেশ ও জনগনের কল্যাণ এবং করোনা মহামারি থেকে মুনুষের মুক্তি কামনা করে দোয়া করেন।
খতমে বুখারীতে আরো উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা ইউনুছ কাসেমী, মক্কীনগর মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি মিরাজ হুসাইন, লস্করপুর আজিজিয়া মাদরাসার মুহতামিম মুফতি আবুল খায়ের, মুফতি যোবায়ের আহমাদ ফরাজী, মুফতি লুকমান হুসাইন, মুফতি আবু ইউসুফ, মাওলানা মামুম বিল্লাহ, মাওলানা আবুল হাসানসহ বহু উলামায়ে কেরাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত