শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২২ অনুষ্ঠিত
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৩ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০১:১১
প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষে বগুড়া শিবগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী’র শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আয়োজনে বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
উক্ত অনুষ্ঠানটি প্রাণি সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন বলে অনুষ্ঠানের প্রধান অতিথি ফিরোজ আহমেদ রিজু বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, ভ্যাটেরিনারি সার্জন মোঃ মোনতাছির রহমান, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট সাইদুর রহমান প্রমূখ।
প্রদর্শনীতে প্রায় ১৬ টি ষ্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, কবুতর, বিভিন্ন সৌখিন পাখি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ১০ জন খামারিকে পুরুস্কার প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত