শাজাহানপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার 

  শাজাহানপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ২২:৩৯

বগুড়ার শাজাহানপুরে ২ বছরের অধিক সময় ধরে পলাতক থাকা হত্যা মামলার আসামি শহিদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।শহিদুল ইসলাম আমরুল ইউনিয়নে ক্ষুদ্র ফুলকোট গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

 গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশের চৌকস অফিসার এসআই শামীম হাসান, এস আই মোহাম্মদ আলী, এস আই মিজানুর রহমান ও এএসআই সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শহিদুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই বছর পূর্বে উপজেলার ক্ষুদ্র ফুলকোট গ্রামের মৃত কোরবান আলীর ছেলে  সাইফুল ইসলাম রাস্তার ওপর ভ্যান রাখেন। এই বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন আসামী শহিদুল ইসলাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত