বাগেরহাটে ভুট্টা চাষে মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৩ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪০
বাগেরহাটের ফকিরহাটে ভুট্টা চাষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকায় জি.কে.বি.এস.পি প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আজিজুর রহমান।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মো: মোতাহার হোসেন, ফকিরহাট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান প্রমুখ।
বক্তারা বলেন, ভুট্টা এশটি লাভজনক ফসল। সামান্ন্য পরিচর্যায় ভুট্টার ভাল ফসল হয়। গোখাদ্য, মাছের খাদ্য ও দামী চুপ তৈরি করতে ভুট্টার প্রয়োজন হয়। তাছাড়া ভুট্টা চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় বলে তারা উল্লেখ করেন। মাঠ দিবসের অনুষ্ঠানে স্থানীয় কৃষক কৃষাণীরা অংশ নেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত