পদ্মা সেতুর চ্যালেঞ্জ মোকাবেলায় শিবচরের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের চিফ হুইপ এর আহবান

  শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৭ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:০৩

পদ্মা সেতুর চ্যালেঞ্জ মোকাবেলায় শিবচরের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। জাতীয় সংসদ ভবনের এলডি হলে শিবচরের উপজেলা , ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ,নবনির্বাচিত ও পরাজিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় এ আহবান জানান।

 চীফ হুইপ এদিন দীর্ঘ সময় একে একে ইউনিয়ন পর্যায়গুলোর নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে রাজনৈতিক ,সামাজিক ও উন্নয়ন বিষয়ক আলোচনায় অংশ নেন। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে পদ্মা পাড়ের শিবচরে বিভিন্ন মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। আমরা এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে এলাকায় শান্তি শৃক্সখলা বজায় রাখতে হবে। কোন অবস্থাতেই কোন ধরনের বিশৃক্সখলা ও জনগনের জন্য অশান্তি সহ্য করা হবে না। যারা নির্বাচনে নির্বাচিত হয়েছেন বা পরাজিত হয়েছেন,সবাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ন। দলীয় শৃক্সখলা মেনে সবাইকে একসাথে কাজ করতে হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত