নন্দীগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৩ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৯

বগুড়ার নন্দীগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. অরুনাংশু মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল ও এলইও মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলইও ডা. শাকিলা আক্তার। এরপর বিকেল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত