গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত, আহত-৬

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর:

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪০ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩০

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাদেক আলী (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় উভয় পক্ষের ৬জন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের আফিল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, ২৪ বিঘা জমি নিয়ে হোগলবাড়িয়া গ্রামের গফ্ফার আলী গ্রুপ ও একই গ্রামের মতিয়ার রহমান গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সকালে হোগলবাড়িয়া গ্রামের মালিথাপাড়ার মাঠে দুইপক্ষ জমি দখল করতে আসলে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আব্দুল গাফ্ফার পক্ষের একজন নিহত ও উভয় পক্ষের ৬জন আহত হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, তামাকের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত