আদমদীঘিতে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে তিন বখাটের অর্থদন্ড

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৫ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২২:৪২

বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে তিন বখাটে যুবকের প্রত্যেক কে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক এই রায় দেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার হেলালিয়া হাট এলাকায় এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়া শেষে গত মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে নওগাঁ জেলার আত্রাই উপজেলার আন্দারকোটা গ্রামের আলাউদ্দীনের ছেলে তমাল হোসেন (১৮), একই গ্রামের ছোলায়মানের ছেলে সুমন হোসেন (১৮) ও মৃত- আব্দুস সাত্তারের ছেলে আবু সাঈদ (১৮) নেশাগ্রস্ত অবস্থায় ছাত্রীর সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ইভটিজিং করে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসি বখাটে তিন বন্ধুকে আটক করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। পরে মঙ্গলবার রাতে সান্তাহার পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত