রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায়
সিরাজদিখানে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৮ | আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২৩:৩৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৪ অক্টোবর) বিকেলে ৪টায় বালচর ইউনিয়ন বিএনপি ও অংঙ্গসংগঠনের উদ্যোগে খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্ব ও মোঃ আব্দুস ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মমিন আলী। দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আওলাদ হোসেন মোল্লা,আলী আনছার মোল্লা,আব্দুল খালেক শিকদার,মহিউদ্দিন আহম্মেদ,জসীম উদ্দিন খোকন, দেলোয়ার হোসেন ভুইয়া,পিযার আলী মোল্লা,মাসুদ ছিদ্দিক পরশ,ইকবাল হোসেনসহ বালুচর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। বেগম খালেদা জিয়া আজও দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক। তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করছি।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘাযু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত