পঞ্চগড়ে নওশাদ জমির
পিআর পদ্ধতি কোন দেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৫৯ | আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২৩:৫০

পিআর পদ্ধতি নিয়ে আমাদের দলীয় অবস্থান সঠিক। পি আর পদ্ধতির যে অভিজ্ঞতা যে দেশগুলোতে গণতন্ত্র সামনের দিকে এগুচ্ছে সেই দেশ গুলোতে পিআর পদ্ধতি ভালো অভিজ্ঞতা বয়ে আনেনি। এখনো স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি এমন দেশগুলোতে পিআর পদ্ধতি টেকেনি। আমাদের পাশ্ববর্তিদেশ নেপাল একটা বড় উদাহরণ। পিআর পদ্ধতির জন্য নেপালে কয়েক বছরের মধ্যে ৯ বার সরকার পরিবর্তন হয়েছে। একটা সরকারের সঠিক ভাবে স্থায়িত্ব ছিলোনা। জাতীয় নির্বাচন কে সামনে রেখে পঞ্চগড় ১ আসনে ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচীতে অংশ নিয়ে পঞ্চগড় শহরের ইসলাম বাগ এলাকায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
তিনি গণসংযোগকালে বলেন, গত ১৯ বছর আমরা মানুষের কাছাকাছি আসতে পারিনি। সাধারণ মানুষের সাথে কথা বলতে পারিনি। ঘরে ঘরে জনে জনে কর্মসূচী নিয়ে আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা করছি। তাদের সঙ্গে কথা বলছি। আমরা অনেক সাড়া পাচ্ছি। মানুষের সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে পারছি। এসময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল সহ বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত উল্লেখ্য গত রোববার সকালে পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে ঘরে ঘরে জনে’ কর্মসূচী শুরু হয়। এই কর্মসূচীতে বিএনপির ৩১ দফা কর্মসূচী এবং রাস্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে ধারনা দেয়া হচ্ছে। জানাগেছে এই কর্মসূচী বাস্তাবায়ন করতে ১৯ টি টিম গঠন করা হয়েছে। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানা গেছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত