বাগেরহাটে আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা

  স্টাফ রিপোটার, বাগেরহাট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:৫১ |  আপডেট  : ১৬ অক্টোবর ২০২৫, ২৩:৫৬

বাগেরহাটে আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বাগেরহাট জেলা পুলিশ আয়োজনেয় পুলিশ লাইনস ডিল সেডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (এপিবিএন)মোঃ আলী হোসেন ফকির। 

বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম, এসময় আরও উপস্থিত ছিলেন,  বাগেরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান,সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা মতবিনিময় সভায়।

সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ মাদক নির্মুল করতে হবে। পুলিশের পাশাপাশি প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে তারা জানান।অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত