মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে নজরুল ইসলাম খানসহ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৬ |  আপডেট  : ১৭ অক্টোবর ২০২৫, ০০:২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য  শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রয়ি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল হাই এবং শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম নাজিম উদ্দিনের দ্রুত রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় সিরাজদিখান কেয়াইন ইউনিয়নের নিমতলা শওকত মার্কেটের তৃতীয় তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে জেলা শ্রমিক দলের ও মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের  সভাপতিত্বে এবং  মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের  সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ ইফতেখারুল আলম রিপন, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন খান, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়া, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদ মোঃ নাছির উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক হামিদা আক্তার অর্থি,কেয়াইন ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলেরসাধারণ সম্পাদক মোঃ রবিন শেখ, কেয়াইন ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ দিলু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য মোঃ বাবুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আমাদের প্রিয় নেতা নজরুল ইসলাম খানসহ অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। তাঁদের সুস্থতা জাতির জন্য আশীর্বাদ হবে, কারণ তাঁরা দেশ ও শ্রমিক অধিকার রক্ষায় আজীবন সংগ্রামকরে গেছেন।

নজরুল ইসলাম খান দেশের একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা। তাঁর অসুস্থতায় জাতীয়তাবাদী পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। তাঁরা দ্রুত আরোগ্য লাভ করে আবারও রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠবেন এমন কামনাই করেন উপস্থিত সবাই।

অনুষ্ঠানের শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুল হাই,বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এম নাজিম উদ্দিনের সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত