পিবিএল ফাইন্যান্স-এর উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:৫৪ |  আপডেট  : ১৭ অক্টোবর ২০২৫, ০১:৫৭

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান পিবিএল ফাইন্যান্স (হংকং) লিমিটেড সম্প্রতি ঢাকায় “ইন্টারন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন: দ্য নিউ ফেস অব ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট রেগুলেশনস ইন বাংলাদেশ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

প্রশিক্ষণে ১০০ জন আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ ও ব্যাংকিং পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আন্তঃসীমান্ত বাণিজ্যের ক্রমবিবর্তনশীল ধারা ও বাংলাদেশের আমদানি-রপ্তানি নীতিমালার সাম্প্রতিক পরিবর্তন বিষয়ে আলোচনা করেন। কর্মসূচিটি জ্ঞান, অভিজ্ঞতা ও শ্রেষ্ঠ আন্তর্জাতিক অনুশীলন বিনিময়ের একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যা বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

এক্সপোর্ট অপারেশন্স, ট্রেড ফাইন্যান্স এবং কমপ্লায়েন্স বিশেষজ্ঞ মোহাম্মদ রফিকুল ইসলাম উপাত্ত বিশ্লেষণ ও দিকনির্দেশনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিবিএল ফাইন্যান্স (হংকং) লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ এবং প্রাইম ব্যাংক পিএলসি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ।

এই উদ্যোগের মাধ্যমে পিবিএল ফাইন্যান্স (হংকং) আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দেশের বাণিজ্যিক অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত