রিজভীর স্ত্রীও অসুস্থ, হাসপাতালে ভর্তি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১৪:০১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:০৩
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গতকাল বুধবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, আরজুমান আরা হাসপাতালে ডাক্তার মাহবুব মনসুরের অধীনে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, রুহুল কবির রিজভী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালেই ভর্তি রয়েছেন। বুধবার আরজুমান আরা স্বামীর সঙ্গে হাসপাতালে থাকাকালে বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত