বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন বিরাট কোহলি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৯:০৮ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন বাবা দিবস নিয়ে নেটমাধ্যমে আবেগঘন পোস্ট করলেন বিরাট কোহলি। টুইট করে ভারত অধিনায়ক লেখেন, ‘ঈশ্বর আমাকে যা যা ভাল উপহার দিয়েছেন তার মধ্যে সেরা হলো বাবা হওয়ার অনুভূতি। এই আনন্দ আমার কাছে আশীর্বাদ। তবে এমন দিনে আমি আমার বাবার অভাব বোধ করি। আমি আমার বাবার সঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোকে উপভোগ করি।

২০০৬ সালে বাবাকে হারান ভারত অধিনায়ক। ৫৪ বছর বয়সে মারা যান তার বাবা। বাবার মৃত্যু মেনে নেওয়া কঠিন ছিল তার পক্ষে। কারণ বাবার সঙ্গে বন্ধুর মতো সময় কাটাতেন বিরাট।

প্রত্যেক বছর এইদিনে পোস্ট করেন বিরাট। তবে এবার একটু আলাদা। নিজেই বাবা হয়েছেন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঝেও এই দিনটি ভোলেননি বিরাট।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত