বাগেরহাট সদর উপজেলা কৃষক দলের আহবায়কের পদত্যাগ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৮ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০১:১২
নিজেকে শারীরিকভাবে অসুস্থ্য দেখিয়ে পদত্যাগ করেছেন বাগেরহাট সদর উপজেলা কৃষক দলের আহবায়ক শেখ আজিজুর রহমান রিটু । মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়কের কাছে তিনি এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই তিনি বাগেরহাট সদর উপজেলা কৃষক দলের আহবায়ক এবং দলীয় সদস্য পদ থেকে পদত্যাগ করছেন।
পদত্যাগকারী শেখ আজিজুর রহমান রিটু বলেন, শারীরিক অসুস্থ্যতার কারণে আমি পদত্যাগ করেছি। অন্যকোন কারণ নেই। ভবিষ্যতে শারীরিকভাবে সুস্থ্য হলে আবার দলে ফিরে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন কথা বলতে রাজি হননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত