আদমদীঘিতে সিসি ঢালায় কাজের উদ্বোধন
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬
বগুড়ার আদমদীঘিতে উন্নয়ন সহয়তা প্রকল্পের আওতায় চার লাখ টাকা ব্যয়ে রাস্তার সিসি ঢালায় কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর কাশিমালকুড়ি গ্রামে এখলাছের বাড়ি হইতে লুৎফর মাস্টারের বাড়ি পর্যন্ত চারশত মিটার এই কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান মহিরউদ্দীন তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা কুদরত-এ-ইলাহী, ইউপি সদস্য মোকলেছার রহমান, সুদেব কুমার ঘোষ, মোহসীন আলী, আনোয়ার হোসেন জীবন, আবু তাহের দীপু, আলী মুরর্তজা কিনা, লাবনী আক্তার নাজমা, রিনা খাতুন, সবিতা আক্তার প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত