পঞ্চগড়ে ৭ মাসে কোরআনের হাফেজ এক তরুনীকে আনুষ্ঠানিক সংর্বধনা

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ১৩:২২ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৬

পঞ্চগড়ে মাত্র সাত মাসে কোরআনের হাফেজ এক ছাত্রীকে আনুষ্ঠানিক সংর্বধনা মাদরাসা কমিটি। সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ঘটবর এলাকার তা'লিমুল কোরআন বালিকা মাদরাসায় বিদায় অনুষ্ঠান ঘিরে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ফুলেল শুভেচ্ছা জানান মুসুল্লি ও এলাকাবাসী।
 
পরে একটি সুসজ্জিত প্রাইভেটকারে বসিয়ে মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে রাজকীয় সম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদরাসাটির সভাপতি তোফায়েল প্রধান, মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মো. মনিরুল মোল্লা, সদর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সাইদসহ অনেকে।হাফেজ আনিষা আক্তার চাকলাহাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের আলিউর রহমানের মেয়ে।মাদ্রাসা সূত্রে জানা গেছে, আট মাস আগে আনিষা ওই মাদরাসায় ভর্তি হয়। পরে সাত মাসের মাথায় হাফেজ হয়। অল্প সময়ে তার এ সাফল্যে খুশি মাদ্রাসাার শিক্ষক ও অভিবাবকবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত