জামালপুরে সাবেক রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে হয়রানিকারীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৮:১২

জামালপুরের মেলান্দহে সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদের আত্মীয় পরিচয়ে গ্রামের নিরিহ মানুষকে হয়রানিকারী নূর-ই-জাহিদ পিংকনের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার ৭  জানুয়ারী দুপুরে স্থানীয় খাসিমারা গ্রামে এই সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একাধিক পরিবার।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মো. শহীদুল্লাহ,  নুরুল ইসলাম, মো. আসাদুল্লাহ, শফিকুল ইসলাম, ইদ্রিস আলি, রফিকুল ইসলাম ও কালাম।

তাদের অভিযোগ,  খাসিমারা গ্রামের মৃত আমজাদ হোসেন সরকারের পুত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর ই জাহিদ পিংকন ক্ষমতার অপব্যবহার করে গ্রামের নিরিহ মানুষের জমি জবর দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তদন্ত সাপেক্ষে নূর ই জাহিদ পিংকনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ ব্যাপারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর-ই-জাহিদ পিংকন মুঠোফোনে বলেন, সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ তাঁর কোনো আত্মীয় না। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলেও দাবি করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত