সরিষাবাড়ীতে গাড়ীতে উঠতে গিয়ে পা ফসকে হেলপার নিহত
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৬ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১০:০৪
জামালপুর জেলার সরিষাবাড়িতে চলন্ত মাটিটানা কাঁকড়া গাড়িতে উঠতে গিয়ে পা ফসকে নয়ন মিয়া (১৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ৭ জানুয়ারি সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. নয়ন মিয়া সরিষাবাড়ি উপজেলার হাসড়া গ্রামের মো. আয়নাল হকের ছেলে।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউপির ২১শে মোড়-ধনবাড়ি আঞ্চলিক সড়কের মাজালিয়া নামক স্থানে চলন্ত মাটিটানা কাঁকড়া গাড়িতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় গাড়ির হেলপার ১৫ বছর বয়সী মো. নয়ন মিয়া। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত