আদমদীঘি উপজেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫
বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের নবনির্মিত মেইন গেট, সংযোগ রাস্তা, হেল্প ডেস্ক, স্বপ্ন সিঁড়ি ও ব্যাডমিন্টন খেলার কোর্ট উদ্বোধন করেন তিনি। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন এবং কয়েকটি ফুল গাছের চারা রোপণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, রাজশাহী বিভাগীয় সহকারী কমিশনার আব্দুল্লা আল মামুন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ এস.এ, মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, নির্বাচন অফিসার রাজু আহমেদ, আইসিটি অফিসার রোকনুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, মহিউদ্দীন তালুকদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত