বাগেরহাটে যুব সংগঠনের মাঝে ৮ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ২০:০৭ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ২২:২৩
বাগেরহাটে নির্বাচিত ২০ টি যুব সংগঠনের মাঝে ৮ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার(২৭ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব কল্যাণ তহবিল থেকে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউর করীম।
বাগেরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুল হাসান মালিকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আজগর আলী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, এ্যাডভোকেট শরিফা খানম ও বিভিন্ন যুব সংগঠনের নির্বাহী পরিচালসহ আরও অনেকে।
প্রধান অতিথি বলেন, যুব শক্তি দেশের উন্নয়নে প্রধান হাতিয়ার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য যুব সমাজরে অমিত শক্তিকে কাজে লাগাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উন্নয়ন দর্শনের কেন্দ্রে বিন্দুতেই ছিল দেশের যুবসমাজ। তাই অনুদানের অর্থ নিয়ে ভাল কাজে লাগিয়ে এগিয়ে যাবার আহবান জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত