প্রতিবন্ধীর জমি দখলের পায়তারার অভিযোগে কাউনিয়ায় সংবাদ সম্মেলন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫১

কাউনিয়ার নিজপাড়া গ্রামের শাহজাহান নামে এক প্রতিবন্ধীর জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন করাহয়েছে। মঙ্গলবার বিকেলে প্রতিবন্ধীর নিজবাড়ীতে তার পক্ষে সাংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন তার ভাগিনা মোঃ আতাউর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন তার মামা শাহজাহান পৈতৃক সূত্রে সাবেক ৫১১৭ দাগে ১৪ শতক জমির মালিক হন। বর্তমানে উক্ত জমি তার মামা শাহজাহান ভোগদখল করে আসছেন। কিন্ত প্রতিবেশি আব্দুস সাত্তার ও হোসেন আলী উক্ত জমি নিজের দাবী করে বিভিন্ন সময় দখলের পায়তারা চালায়। পরে আব্দুর সাত্তার ও হোসেন আলী এ জমি দাবী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের দলিল পত্র যাচাই বাছাই ও শুনানি শেষে প্রতিবন্ধী শাহজাহানের পক্ষে রায় দেন। আব্দুস সাত্তার গং পুনরায় আপিল করলে প্রতিবন্ধীর পক্ষে আবারো আপিলের রায় হয়। এর পরেও তারা বিভিন্ন ভাবে জমি দখলের চেষ্টা, শান্তি শৃংখলা ভঙ্গ সহ বিভিন্ন ভাবে প্রতিবন্ধী মামাকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি শান্তি শৃংখলা বজায় রাখতে সাংবাদিক সমাজ ও আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধীর চাচাতো ভাই নাসির উদ্দীন, ইউনুস আলী ও বড় বোন জুলেখা বেগম। এ বিষয়ে জানতে চাইলে আব্দুস সাত্তার বলেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত