পঞ্চগড়ে শীতের দাপটে কাঁপছে মানুষ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৯:০০ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ২০:৪৭

হিমেল হাওয়া আর ঘনকুয়াশায় পঞ্চগড়ে মানুষের নাস্তানাবুদ অবস্থা। সারাদিন থাকছে আকাশ মেঘযুক্ত। তার সাথে রয়েছে হিমেল বাতাস। তেতুঁলিয়া  আবহাওয়া অফিস গত ২০ জানুয়ারি সর্ব নি¤œতাপমাত্রা রেকর্ড করে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলেসিয়াস।তবে বুধবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা দুই ডিজিটে আসলেও শীতের দাপট কমেনি। মঙ্গলবার সর্ব নি¤œতাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।কয়েকদিনের মধ্যে ১৯ জানুয়ারি শীতের প্রবণতা একটু কম ছিল। ওই দিন সর্ব নি¤œতাপমাত্রা রের্কড করা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর মঙ্গলবার আকাশে একটু-আধটু সূর্যের দেখার পর কিছুটা স্বস্তিু আসলেও নিমষেই হারিয়ে যায়।কয়দিন ধরে উত্তরের হিমেল বাতাস সাথে ঘনকুয়াশায় জনজীবন বির্পযস্ত হয়ে পড়ে। শীতের দাপটে মানুষ বিশেষ কাজ-কর্ম ছাড়া বাড়ির বাইরে তেমন বের হয়না। এতে শ্রমজীবী মানুষ পড়েছে বেকায়দায়। তারা স্বাভাবিক কাজকর্মে যেতে পারছেনা। চলমান প্রবল শীতে বেড়েছে হাছি-কাশি জ্বর সহ নানা রোগে। শীতের দাপটে প্রাণিকূল বেশ কাহিল। গরু ছাগলকে শীতের কাপড়ে মুড়িয়ে রাখা হচ্ছে। 

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন  রোদ কম ও উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা বেড়েছে। হয়তো ২-৩দিন পর শীতের দাপট কমতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত