বিশ্ববিদ্যালয়ের হলে লুকিয়ে ছিলেন বগুড়ার শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩৭ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে লুকিয়ে থেকেও রক্ষা পেলেন না বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাসী নুরুজ্জামান নুরু (৪৫)। শিক্ষার্থীরা টের পেয়ে বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে অবরুদ্ধ করার পর আশুলিয়া থানায় সোপর্দ করেন। 

তার গ্রেফতারের খবরে বিক্ষুব্ধ এলাকাবাসীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। নুরু শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়াপাড়ার মৃত খাজা মিয়ার ছেলে।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি আবদুল ওয়াদুদ ও স্থানীয়রা জানান, শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এলাকায় হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও সহিংসতাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে শুধু শাজাহানপুর থানায় ১৩টি মামলা চলমান রয়েছে।

ওসি জানান, গত বছরের ৬ এপ্রিল নুরু ও তার বাহিনীর সদস্যরা থানায় ঢুকে বার্মিজ চাকুসহ গ্রেফতার মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। সে সময় তিনি গ্রেফতার হন। ৫ আগস্টের পর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেন। গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন। এরপর বগুড়া সদর ও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা হয়। পরে পরিচয় গোপন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে অবস্থান করেন। শিক্ষার্থী না হয়েও নুরু অবৈধভাবে হলে অবস্থানের বিষয়টি শিক্ষার্থীরা টের পান। পরে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে নিশ্চিত হন যে, তিনি অবৈধভাবে হলে অবস্থান করছেন। শিক্ষার্থীরা বুধবার দুপুরে নুরুকে হল এলাকায় অবরুদ্ধ করে প্রশাসনকে খবর দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে সন্ত্রাসী নুরুর গ্রেফতারের খবরে এলাকার জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। তার ওপর হামলার আশঙ্কা থাকায় পুলিশ তার অবস্থান গোপন রেখেছেন।

বৃহস্পতিবার সকালে শাজাহানপুর থানার ওসি আবদুল ওয়াদুদ জানান, কয়েকটি হত্যাসহ ১৩ মামলার আসামি নুরুজ্জামান নুরুকে আশুলিয়া থানা থেকে বগুড়ায় আনা হয়েছে। বিকালে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। তার বিরুদ্ধে সদর থানাতেও কয়েকটি মামলা রয়েছে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত