পঞ্চগড়ে চার বিচারকের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:০৫ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ২০:৪৪

জেলা জজ ও চীফ জুডিসিয়াল আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতি বন্ধে কঠোর হুসিয়ারি পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। বুধবার(২২জানুয়ারি) দুপুরে জেলা জজ ও চীফ জুডিশিয়াল কোর্টের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের উপড়ে পঞ্চগড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, মাহফুজুর রহমান মাহফুজ , মনিরুজ্জামান ফয়সাল ও মোজাহার হোসেন সেলিম। বিক্ষোভ সমাবেশে তারা জেলা জজ গোলাম ফারুক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল সহ বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনার অপসারনের দাবী জানান ।

তারা বলেন, আমাদের এ দাবী মানতে হবে মানতে হবে। বক্তরা আরো বলেন ২১ ডিসেম্বর পঞ্চগড় মকবুলার রহমান কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নিয়োগ বাণিজ্যের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে। এঘটনায় উদ্বুদ্ধ পরিস্থিতি দেখা দিলে প্রশাসন আমাদের আশ্বস্ত করেন যে, স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া হবে এবং এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমরা কোন ব্যবস্থা গ্রহন করেননি এবং তদন্ত হয়েছে কিনা তার রিপোর্ট আমরা দেখতে পাইনি। তদন্ত হয়েছে কিনা তাও জানতে পারিনি।

বক্তারা বলেন আমরা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ জেলা জজের নিকট একটি লিখিত নিয়ে যাই। অথচ জেলা জজ সেটি তার নিজ হাতে গ্রহন করেননি। তিনি বলেছেন এবিষয়ে আমার করার কিছু নেই। আমরা নাকি বিশেশ গোষ্ঠির লোক। বিচারকরা বলেছেন আগে আমাদের মতো বিচারক হয়ে আসো। বক্তারা বলেন আওয়ামী ফ্যাসিস্টদের ভালোবাসা তাদের মনে এখনো আছে। আমরা এসব বিচারকদের অপসারনে ৪৮ ঘন্টার মধ্যে অপসারনের দাবি জানাচ্ছি। নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

তারা বলেন ‘ ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশ ত্যাগে বাধ্য করেছি। আপনারা পালানোর পথ পাবেন না। আপনাদের অবস্থা হবে মানিকের মতো। সন্ত্রাসী লীগের ঠিকানা এবাংলায় হবেনা ‘ সন্ত্রাসীদের ঠিকানা পঞ্চগড়ে হবেনা। মানিক গেছে যে পথে ফারুক ,মেহেদী যাবে সে পথে বলে শ্লোগান দেন । এর আগে তারা সমেবত স্থল থেকে জেলা প্রশাসকের কার্যালয় এলাকা প্রদর্শন করে আবার সেখানে সমবেত হন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত